নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার কলমাকান্দায় কর্মরত ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুরহস্য উদঘাটনের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা বুধবার (৪ অক্টোবর) বিকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে ফার্মাসিস্ট বিজয় দেবনাথের মৃত্যুরহস্য উদঘাটনের দাবি জানান। তারা আরও বলেন, পারিপার্শ্বিক অবস্থায় এটিকে স্বাভাবিক মৃত্যু বলে মেনে নেওয়া যায়না, বরং পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার
সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, সিনিয়র সহ সভাপতি আশিষ কুমার, কোষাধ্যক্ষ শফিকুর রহমান, বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি গোবিন্দ বণিক প্রমুখ।
উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট বিজয় দেবনাথ রহস্যজনকভাবে মৃত্যু হয়। কলমাকান্দার বাসা থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। তার বাড়ি খাগরাছড়ি জেলার রামগঞ্জ উপজেলায়।