নিজস্ব প্রতিবেদক: বিশ্ব শিক্ষক দিবসে কিশোরগঞ্জে চার শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনায়তনে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ সাদীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মাহবুবুল ইসলাম, সহযোগী অধ্যাপক রওশন আরা লুৎফুন্নাহার প্রমুখ।
অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ হাবিবুর রহমান ভূঞা, প্রাক্তন সহকারী অধ্যাপক হাসিনা নাহিদ, সহযোগী অধ্যাপক শওকত আলী (মরণোত্তর) ও সহকারী অধ্যাপক হাসনা আরা বেগম (মরণোত্তর) এ চারজনকে সংবর্ধনা দেওয়া হয়।
কলেজের পক্ষ থেকে সংবর্ধিত দুজন এবং মৃত দুজনের পরিবারের সদস্যের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এ সময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন