ঢাকাশুক্রবার , ৬ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে টানা বৃষ্টিতে ঘরে ঘরে পানি, সাত ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

প্রতিবেদক
-
অক্টোবর ৬, ২০২৩ ৬:৩০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: টানা বৃষ্টিতে কিশোরগঞ্জ পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে মানুষের ঘরে ঘরে পানি ঢুকে পড়েছে পানিতে সয়লাব হয়ে গেছে রাস্তাঘাট বৃষ্টিতে ঘরবন্দি হয়ে পড়েছে মানুষ বৃষ্টির পানিতে ডুবে গেছে অনেকের মৎস্য, হাঁসমুরগি কৃষি খামার রেললাইনের কিছু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় কিশোরগঞ্জময়মনসিংহ রুটে প্রায় সাত ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল

বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকাল ৪টা থেকে শুক্রবার বিকাল পর্যন্ত টানা বৃষ্টি হয় এতে কিশোরগঞ্জ পৌর এলাকার রাস্তাঘাট, বাসা বাড়ির আঙিনা ও ঘরবাড়িসহ অলিগলিতে পানি জমে যায় বিশেষ করে আলোরমেলা, পুরাতন কোর্ট, নগুয়া, হয়বতনগর, বত্রিশ, চর শোলাকিয়া, গাইটালসহ বিভিন্ন এলাকায় প্রায় একই অবস্থা বৃষ্টি হলেই এসব এলাকার রাস্তাঘাট, বাসাবাড়ির আঙিনাসহ সর্বত্র পানির ঢেউ খেলে যায় আলোরমেলা এলাকায় অবস্থিত সরকারি মহিলা কলেজ পুরাতন কোর্ট প্রাঙ্গণে এখন প্রায় হাঁটু পানি এবারের বৃষ্টিতে এসব এলাকার বেশিরভাগ মানুষের ঘরের ভিতর পানি ঢুকে পড়েছে তার ওপর বিদ্যুৎ ব্যবস্থাও অনেকটা বিপর্যস্ত ছিল অনেক এলাকায় টানা ১৭ ঘন্টা বিদ্যুৎ ছিলনা বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ বিদ্যুৎ সঞ্চালন লাইনে ত্রæটি থাকায় সমস্যা হয়

শহরের চর শোলাকিয়া এলাকার জামাল হায়দার জানান, রাতভর ঘরের সবাই মিলে ঘরের পানি সেচে কোনোরকমে রাতটা পার করেছেন সকাল বেলায় ঘরে তালা দিয়ে অন্যত্র আত্মীয়ের বাসায় চলে যান তারা নগুয়া এলাকার সোহেল চৌধুরী জানান, এমন বৃষ্টি আগে কখনো দেখেননি টানা বৃষ্টিতে নগুয়া এলাকার বেশিরভাগ ঘরেই পানি থৈ থৈ করছে একই এলাকার এম. আজিজ জানান, ব্যস্ততম এলাকা নগুয়া বটতলায় কোমড় সমান পানি জমেছেঅনেকের বাড়িঘরে ঢুকেছে পানি। সদর উপজেলার বৌলাই মূল সতাল গ্রামের মাহতাব উদ্দিন জানান, বৃষ্টিতে তাদের এলাকার বেশিরভাগ মানুষের ঘরেই পানি ঢুকেছে মানুষ খুব কষ্টে আছে

আলোরমেলা এলাকার বাসিন্দা এডভোকেট মারুফ আহমেদ জানান, অপরিকল্পিত নিম্নমানের উন্নয়নকাজ, নিয়মিত ড্রেন পরিস্কার না করা, অপরিকল্পিত ভবন, রাস্তা ড্রেন নির্মাণসহ বিভিন্ন কারণে সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে সরকারি মহিলা কলেজে প্রায় হাঁটুসমান পানি

টানা বৃষ্টিতে জেলার অনেক এলাকায় মৎস্য, হাঁস-মুরগি ও কৃষি খামার ডুবে গেছে। এদিকে কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রেললাইনের কিছু অংশ পানিতে তলিয়ে যায়। এর ফলে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছেন কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান।

আপনার মন্তব্য করুন