নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার উত্তর ধলা গ্রামের হারিছ মিয়া হত্যামামলার আসামি শরীফ মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা জেলার কেন্দুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাব সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে তাড়াইলের উত্তর ধলা গ্রামের হারিছ মিয়াকে একই গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে বাবুল মিয়া ও শরীফ মিয়ার নেতৃত্বে দেশিয় অস্ত্রের আঘাতে হত্যা করে। এ ব্যাপারে ভিকটিমের ছেলে আল আমিন মিয়া বাদী হয়ে চিহ্নিত ২২ জন ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে তাড়াইল থানায় একটি হত্যামামলা দায়ের করেন।
মামলার পর থেকেই আসামিদেরকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এজহারনামীয় ২ নং আসামি শরীফ মিয়ার অবস্থান সম্পর্কে তথ্য উপাত্ত সংগ্রহ এবং তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাবের দলটি নেত্রকোণার কেন্দুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
র্যাবের কোম্পানী অধিনায়ক মো. আশরাফুল কবির জানান, গ্রেফতারের পর তাকে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়। মামলার অপর আসামিদেরকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।