ঢাকারবিবার , ৮ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ইটনায় পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ ছয়জন গ্রেফতার

প্রতিবেদক
-
অক্টোবর ৮, ২০২৩ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ইটনায় পৃথক অভিযানে হেরোইন ও গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানার এসআই (নিরস্ত্র) মো. উজ্জ্বল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার ভোরে আমিরগঞ্জ বাজার এবং শনিবার বিকালে সড়কহাটি এলাকায় অভিযান চালায়।

জেলা পুলিশের মিডিয়া সেল সূত্র জানায়, রবিবার ভোরে আমিরগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৪ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন ইটনা উপজেলার আমিরগঞ্জ শান্তিপুর এলাকার বোছন আলীর ছেলে জজ মিয়া (২৩), একই এলাকার রাশিদ মিয়ার ছেলে শেখ ফরিদ (২২) ও করিমগঞ্জ উপজেলার উত্তর মনসস্তোষ (নিয়ামতপুর) এলাকার মজলু মিয়ার ছেলে উসমান গনি ওরফে সুমন (২৪)

অপরদিকে শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে ইটনা সড়কহাটি এলাকায় অভিযান চালিয়ে ২৯ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন ইটনা উপজেলার সড়কহাটি এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আতাউর রহমান ওরফে লেলিন (৩৫), পুরানহাটি এলাকার মৃত আব্দুল গণির ছেলে মিজান মিয়া (৩৫) ও মধ্যগ্রাম নয়াহাটি এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে এরশাদ মিয়া (৩৫)

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

এ ব্যাপারে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী দুটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আপনার মন্তব্য করুন