নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় কলেজছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে (৩১) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (৮ অক্টোবর) বিকালে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে তাকে।
র্যাব সূত্র জানায়, গত ১১ জুন সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া মহিলা কলেজের সামনে থেকে রুবেলসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ছাত্রীটিকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ৭ জুলাই পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
এদিকে ঘটনার পর থেকে আসামি গ্রেফতারে গোয়েন্দা নজরদারী চালায় র্যাব। এক পর্যায়ে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার নতুন বাজার এলাকায় তার অবস্থান নিশ্চিত হয়।রবিবার বিকালে কোম্পানী অধিনায়ক মো. আশরাফুল কবিরের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আসামি রুবেল পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার এংরাজের ছেলে।
গ্রেফতারের পর তাকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়।