ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পাঁচ পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (৯ অক্টোবর) ভোর সাড়ে পাঁচটার দিকে শহরের নিউটাউন এলাকায় রুজেন মিয়ার ফার্মের সামনে ঘটনাটি ঘটে।
আহত পরিচ্ছন্নতাকর্মীরা হলেন সোহেল মিয়া, সিরাজুল ইসলাম, রাশেদ মিয়া, ওয়ালিদ মিয়া ও ইয়ামিন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক গুরুতর আহত সোহেল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ভৈরব পৌর এলাকার পরিচ্ছন্নতাকর্মীদের সুপার ভাইজার রাজু দাস জানান, প্রতিদিনের ন্যায় সোমবার ভোরে কাজে বের হন তারা। নিউ টাউনের রুজেন মিয়ার ফার্মের সামনে গেলে সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র ছোরা, চাকু দেখিয়ে পাঁচ পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তাদেরকে মারধর ও ছোরা দিয়ে আঘাত করে।
ভূক্তভোগীদের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়া হয়েছে।
ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার দেলোয়ার হোসেন খান জানান, ছিনতাইকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনা হবে।