নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি, কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু খালেদ পাঠান (৮৬) আর নেই। বুধবার দুপুর ১.১৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার ভোরে তার মরদেহ ঢাকা থেকে কিশোরগঞ্জে আনা হবে। শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্থরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ সকাল ১০টায় নেওয়া হবে তার প্রিয় কর্মস্থল কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ।
বৃহস্পতিবার জোহরের নামাজের পর শহীদী মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে তাকে কিশোরগঞ্জ সদরের সতাল এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আপনার মন্তব্য করুন