ঢাকাবৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অপহরণ ও যৌন হয়রানি মামলায় যুবকের যাবজ্জীবন

প্রতিবেদক
-
অক্টোবর ১২, ২০২৩ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আদালত প্রতিবেদক: কিশোরগঞ্জের করিমগঞ্জে অপহরণ ও যৌন হয়রানি মামলায় নোবেল (২২) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১২ অ‌ক্টোবর) বিকালে কিশোরগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুল্লাহ এ রায় ঘোষণা করেন। রায়ে একইসাথে আসামিকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মামলার একমাত্র আসামি আদালতে উপস্থিতি ছিলেন।

দণ্ডপ্রাপ্ত নোবেল জেলার নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের ফাইজুল ইসলামের ছে‌লে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পি‌পি এডভোকেট এম. এ আফজল বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০২০ সা‌লের ১১ আগষ্ট সকা‌লে করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের আগুরকান্দা গ্রামের কিশোরী বাড়ি থেকে নিয়ামতপুর বাজারে যায়। সেখান থে‌কে বা‌ড়ি ফেরার প‌থে নো‌বেল মেয়েটিকে ফুসলিয়ে বাজার সংলগ্ন নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় নির্জন স্থানে নিয়ে যায়। যৌন হয়রানীর এক পর্যা‌য়ে মেয়ে‌টি পা‌লি‌য়ে যাওয়ার চেষ্টা কর‌লে নোবেল তা‌কে উপর্যুপরী ছু‌রিকাঘাত ক‌রে পা‌লি‌য়ে যায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম‌প্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এ ঘটনায় মেয়েটির বাবা বাদি হয়ে পরদিন করিমগঞ্জ থানায় দণ্ডবিধিসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০২১ সালের ১০ ফেব্রুয়ারি নোবেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল ক‌রেন মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার তৎকালীন এসআই মো. আমিরুল মোমেনীন।

আপনার মন্তব্য করুন