নিজস্ব প্রতিবেদক: “জনগণই নেতা, আমি খাদেম” এ স্লোগানকে সামনে রেখে মাঠ পর্যায়ে ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে জনতার সঙ্গে মত বিনিময় সভা করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানী।
কিশোরগঞ্জ সদর উপজেলার ৩ নং মাইজখাপন ইউনিয়নের পাঁচধা এলাকায় শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজের পর সভাটি অনুষ্ঠিত হয়।
সাবেক গ্রাম সরকার প্রধান মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বর্তমান মেম্বার মো. আলী, মো. মজনু ভুইয়া, মো. আব্দুর রহিম, মো. জালাল, মো. রনজু ইসলাম, মো. তানজিন প্রমুখ।
সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র ক্রীড়া সংগঠক আরাফাত রহমান, ভাষা শহীদ, মহান মুক্তিযুদ্ধে শহীদসহ দেশমাতৃকার জন্য জীবন উৎসর্গকারীদের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জনগণের কল্যাণ এবং ফিলিস্তিনি জনগণের বিজয় কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমাজ সেবক মো. সিদ্দিকুর রহমান।
উল্লেখ্য, এর আগে সদর উপজেলার ১ নং রশিদাবাদ ইউনিয়ন, ২ নং লতিবাবাদ ইউনিয়ন, কিশোরগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের গাইটাল শিক্ষক পল্লী এলাকায় ভিপি ওয়ালীউল্লাহ রাব্বানীর উদ্যোগে মত বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।