ঢাকাFriday , 13 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

ফিলিস্তিনে ইজরায়েলের দমন পীড়নের প্রতিবাদে কিশোরগঞ্জে ইমাম ও উলামা পরিষদের বিক্ষোভ

প্রতিবেদক
-
October 13, 2023 6:10 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিনিদের ওপর ইজরায়েলের দমন পীড়নের প্রতিবাদে কিশোরগঞ্জে ইমাম ও উলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর জেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশিদের সভাপতিত্বে শহীদী মসজিদ প্রাঙ্গণে প্রথমে বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে  বক্তব্য রাখেন জেলা ইমাম ও উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবুল বাশার, মাওলানা তৈয়ব, মাওলানা আব্দুল মোমেন শেরজাহান, ইসলামি আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আলমগীর হোসাইন তালুকদার প্রমুখ।

বক্তারা অবিলম্বে গাজা উপত্যকা থেকে ইজরায়েলের অবরোধ তুলে নেওয়ার দাবি, ফিলিস্তিনি জনগণের ওপর দমন পীড়ন ও হত্যাযজ্ঞের তীব্র নিন্দা এবং ইজরায়েলের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য বিশ্বের বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানান। তারা ফিলিস্তিনের পূর্ণাঙ্গ স্বাধীনতার দাবিও জানান।

সমাবশে শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহীদী মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গৌরাঙ্গ বাজার, কালীবাড়ি সড়ক ও আখড়া বাজার হয়ে শহীদী
মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে ফিলিস্তিনের পতাকা হাতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার মানুষ অংশ নেন।

আপনার মন্তব্য করুন