নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুনের মা জরিনা আক্তার (৮৬) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (১৫ অক্টোবর) সকাল ৭টার দিকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে জানা গেছে।
তিনি ৯ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
রবিবার আসরের নামাজের পর হোসেনপুর নতুন বাজার কেন্দ্রীয় ঈদগাহে জানাজা শেষে আড়াইবাড়িয়া এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
আপনার মন্তব্য করুন