নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৭০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৬ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে অভিযানটি চালায় ডিবির একটি দল।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের দলটি ভৈরব উপজেলার ভৈরবপুরস্থ বিপ্লব সুপার মার্কেটের একটি ফলের আড়তের সামনে অভিযান চালায়। এ সময় একট মাইক্রোবাস (রেজি. নং ঢাকা মেট্রো–চ–১১–৬৯৮০) তল্লাশি চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন ভৈরবের পঞ্চবটি এলাকার জালাল মিয়ার ছেলে সুমন (২৩) ও একই এলাকার গোলাপ মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩৫)। গাঁজা বহনকারী মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন