পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়েছে।
‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পাকুন্দিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শোভাযাত্রা, আলোচনা সভা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয। উপজেলা প্রশাসন প্রথমে পুষ্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা পরিষদ ও পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে একটি শোভাযাত্রা বের করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান, হোসেন্দী ইউপি চেয়ারম্যান হাদিউল ইসলাম হাদি, এগারসিন্দুর ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবু, চরফরাদী ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান প্রমুখ।