ঢাকাশনিবার , ২১ অক্টোবর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

করিমগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রতিবেদক
-
অক্টোবর ২১, ২০২৩ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের করিমগঞ্জে দরিদ্র রোগীদেরকে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা দিয়েছে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ।

শনিবার করিমগঞ্জের দেহুন্দা ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে উদ্বোধীন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. এ হানিফ প্রমুখ।

মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক সার্জারী, গাইনী, অর্থোপেডিক্স, মেডিসিন, চক্ষু ও দন্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। তাদের মধ্য থেকে অপারেশনের জন্য ২০ জন চক্ষুরোগী ও ৬ জনকে সাধারণ সার্জারীর জন্য বাছাই করা হয়। পরে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে তাদের অপারেশনের ব্যবস্থা করা হয়।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান জানান, ফ্রি মেডিকেল ক্যাম্প প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের একটি চলমান প্রক্রিয়া। বছরের একাধিক সময় জেলার বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে দরিদ্র রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সার্জারী রোগীদের অপারেশন করা হয়।

আপনার মন্তব্য করুন