ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য স্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার উদ্যোগে আজ রবিবার সকালে শোভাযাত্রা, আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
সকাল ১০ টায় উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান।
ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক রাষ্ট্রপ্রতির এপিএস মোল্লা সাখাওয়াত হোসেন, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি ও ভৈরব পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ডা. মিজানুর রহমান কবির, জসিম উদ্দিন রবিন মোল্লা, ভৈরব হাইওয়ে থানার এসআই শফর উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন। আলোচনা সভা শেষে বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।