ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন রেলমন্ত্রণালয়ের গঠিত তদন্তদল। যুগ্ম সচিব হাসান মাহমুদের নেতৃত্বে গঠিত ৭ সদসস্যের তদন্তদল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্নজনের সঙ্গে কথা বলেন।
সকালে তারা দুর্ঘটনাস্থল, রেলওয়ে স্টেশনের সিগন্যালরুম ও কন্ট্রোলরুম পরিদর্শন করেন।
এ সময় তদন্তদলের প্রধান হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তারা দুর্ঘটনাস্থলসহ সংশ্লিষ্ট অন্যান্য স্থান পরিদর্শনসহ বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। তদন্তকাজ একদমই প্রাথমিক পর্যায়ে উল্লেখ করে তিনি জানান, তদন্ত শেষে দুর্ঘটনায় যার বা যাদের ত্রæটি পাওয়া যাবে, তাদের সবাইকে শাস্তির আওতায় আনার সুপারিশ করা হবে।
উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সোমবার বিকালে ভৈরব থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আন্ত:নগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনটি স্টেশনের আউটার সিগন্যাল পার হওয়ার পূর্বেই ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহি ট্রেন স্টেশনে ঢুকার সময় এগারসিন্দুর ট্রেনটির পিছনে ধাক্কা দেয়। এতে এগারসিন্দুর ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় ১৮জন নিহত ও আহত হন শতাধিক যাত্রী।
মালবাহী ট্রেনটি সিগন্যাল অমান্য করায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে তাৎক্ষণিক জানায় রেলওয়ে কর্তৃপক্ষ। পরে মালবাহী ট্রেনটির লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান ও গার্ড আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করে রেলওয়ে কর্তৃপক্ষ এবং দুর্ঘটনায় নিহত নজরুল ইসলামের ছোট ভাই বিল্লাল মিয়া বাদী হয়ে তাদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করেন। ঘটনা তদন্তে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়।