ঢাকাSunday , 29 October 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজিতপুরের সরারচরে ট্রেনে কাটা পড়ে শ্বশুর নিহত, জামাতা আহত

প্রতিবেদক
-
October 29, 2023 4:58 pm
Link Copied!

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে ফেকু রাজবন (৮০) নামে এক ব্যক্তি নিহত ও গেন্দু রাজবন (৫৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

রবিবার (২৯ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে সরারচর রেলওয়ে স্টেশনে। তারা সরারচর রেলওয়ে কলোনির বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুপুর ১ টা বেজে ৪৮ মিনিটের দিকে আন্তনগর এগারসিন্দুর (গোধুলী) ট্রেনটি কিশোরগঞ্জ থেকে ঢাকায় যাবার পথে সরারচর রেলস্টেশনে প্রবেশের সময় দুর্ঘটনাটি ঘটে। সরারচর রেলস্টেশনের রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন ফেকু রাজবন ও তার জামাতা গেন্দু রাজবন। ট্রেনের চালক হুইসেল বাজালেও তারা সরেননি। পরে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন ফেকু রাজবন এবং গুরুতর আহত হন গেন্দু রাজবন।

আহত গেন্দু রাজবনকে চিকিৎসার জন্য ময়মনংসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য করুন