করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ঢাকায় সমাবেশের নামে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে কিশোরগঞ্জের করিমগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মাহফুজুল হক হায়দারের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় করিমগঞ্জ পৌর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে করিমগঞ্জের রাজপথ। বিক্ষোভ মিছিলে করিমগঞ্জ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি করিমগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানার সামনের ব্রীজে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে মোহাম্মদ মাহফুজুল হক হায়দার বলেন, স্বাধীনতা বিরোধী চক্র আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের প্রতিহত করতে হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা বেঁচে থাকলে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় এটাই বাস্তব। শেখ হাসিনার দেখানো পথ ধরেই ২০৪১ সালে বাংলাদেশ বিশ্বের উন্নত দেশে রূপান্তরিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।