নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় কিশোরগঞ্জে জেলহত্যা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (৩ নভেম্বর) জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও শহীদ সৈয়দ নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান।
শহীদ সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম. এ আফজল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহজাহান, কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নূরুল ইসলাম, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাছুম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
এর আগে সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে নির্মিত সৈয়দ নজরুল ইসলামের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।