নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় তিন বছর বয়সের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত রাসেল মিয়াকে (৩৬) গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
সোমবার (৬ নভেম্বর) বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার বৌলাই এলাকার তিন বছর বয়সী এক শিশুকে রবিবার (৫ নভেম্বর) বিকালে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে পাশের বাড়ির ভাড়াটিয়া রাসেল মিয়া। এ সময় শিশুটির ডাক চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে রাসেলকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে সোমবার (৬ নভেম্বর) সদর মডেল থানায় রাসেল মিয়াকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত রাসেল মিয়া বৌলাই ইউনিয়নের দক্ষিণ রাজকুন্তি গ্রামের মৃত হাদিস মিয়ার ছেলে। পেশায় তিনি অটোচালক। প্রায় দুই মাস আগে পার্শ্ববর্তী পুঁথিপাড়া গ্রামের ভাড়া বাসায় বসবাস করছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে এর আগেও চুরিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে।