নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরব থেকে ৪০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব–১৪ ভৈরব ক্যাম্পের একটি দল রবিবার রাত ১১টার দিকে অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি ভৈরবের নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি আসবাবপত্রভর্তি পিকআপ আটক করে। পরে তল্লাশি চালিয়ে পিকআপে থাকা পুরাতন খাটের মধ্যে অভিনব কায়দায় রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় গ্রেফতার করা হয় চারজনকে। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ব্রাহ্মণগ্রাম গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে আহম্মদ (২৫), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার পদ্মকোট গ্রামের রশিদের ছেলে ফয়েজ উল্লাহ (১৯), শহিদের ছেলে হৃদয় (১৯) ও একই গ্রামের মহিউদ্দিনের ছেলে নাসির উদ্দিন (১৯)।
র্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান গ্রেফতার চারজনকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়।