কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা পাবলিক লাইব্রেরির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ–২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে ও জাহাঙ্গীর আকবর শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কটিয়াদী সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান, কটিয়াদী পৌরসভার মেয়র শওকত উসমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে নূর মোহাম্মদ বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার ক্ষেত্রে এটি একটি চমৎকার উদ্যোগ। এ ধরণের প্রতিযোগিতা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখবে। বই পড়াসহ সৃজনশীল ও সাংস্কৃতিক কার্যক্রমে যুক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। সমাবেশে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে পাঁচজনকে মঞ্চে ডেকে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট সম্পর্কে বক্তব্য রাখার সুযোগ দেন তিনি।
উপজেলা পাবলিক লাইব্রেরির সদস্য সচিব বদরুল আলম নাঈম জানান, প্রতিযোগিতায় উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার ৫ হাজার ২২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে তিন বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতি বিভাগে প্রথম স্থান অর্জনকারীকে ল্যাপটপ ও দ্বিতীয় স্থান অর্জনকারীকে ট্যাবসহ ২০ জন করে মোট ৬০ জন বিজয়ীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়া অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা পুরস্কার দেওয়া হয়।
উপজেলা পাবলিক লাইব্রেরির নির্বাহী সদস্য জিসান আজাদ জানান, আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত শিক্ষাবান্ধব একজন মানুষ। তার পরামর্শেই আমরা প্রবন্ধ প্রতিযোগিতার বিষয়বস্তু রেখেছিলাম শিক্ষার মানোন্নয়নে মাননীয় জাতীয় সংসদ সদস্য কি কি পদক্ষেপ নিতে পারেন সে বিষয়ে মতামত তুলে ধরার। অংশগ্রহণকারীদের লিখনিতে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। মাননীয় সংসদ সদস্য সেসব পড়েছেন এবং কথা দিয়েছেন এসব বিষয়কে মাথায় রেখে শিক্ষার মানোন্নয়নে কটিয়াদী ও পাকুন্দিয়ায় কাজ করার।
ক-বিভাগে (ষষ্ঠ-অষ্টম) কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মো. তাসনীম হক রাইয়ান, খ-বিভাগে (নবম ও দশম) কায়েস্থপল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মাজাহারুল ইসলাম ও গ-বিভাগে (একাদশ ও দ্বাদশ) কটিয়াদী সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সামিয়া কবির প্রথম স্থান অর্জন করে।