বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের বাজিতপুরে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বাজিতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফজাল হোসেন।
উপজেলা যুবলীগের সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রকিবুল হাসান শিবলী ও বাজিপুর পৌরসভার মেয়র মো. আনোয়ার হোসেন আশরাফ।
সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি মো. মুক্তাদির সজল। আলোচনা শেষে কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।