ঢাকাSunday , 12 November 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

কিশোরগঞ্জে অবরোধবিরোধী সমাবেশ

প্রতিবেদক
-
November 12, 2023 6:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে অবরোধবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার কাটাবাড়িয়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

সমাবেশে সৈয়দ টিটু বলেন, মানুষ ধ্বংসাত্মক রাজনীতি পছন্দ করেনা। সে কারণে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মসূচি তারা প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, মানুষ মেরে, অগ্নি সন্ত্রাস করে রাজনীতি হয়না। রাজনীতি করতে হবে মানুষের কল্যাণে। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহম্মদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. সেলিম, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আনিসুজ্জামান খোকন, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ভূইয়া, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রশিদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিপুল মোল্লা, মাইজখাপন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খোকন, সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শফিকুল আলম ভূইয়া হেভেন, জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান নয়ন প্রমুখ।

বৈঠা হাতে নেতাকর্মীরা সমাবেশে অংশ নেন। এ সময় অবরোধের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

আপনার মন্তব্য করুন