ঢাকাসোমবার , ১৩ নভেম্বর ২০২৩
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

চাকরির পেছনে না দৌড়ে উদ্যোক্তা হতে হবে : এমপি তৌফিক

প্রতিবেদক
-
নভেম্বর ১৩, ২০২৩ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: শুধু সরকারি চাকরির পেছনে না দৌড়ে ফ্রিল্যান্সিংসহ উদ্যোক্তা হতে হবে। সমৃদ্ধ দেশ গড়তে প্রশিক্ষণ কাজে লাগিয়ে নিজের ভাগ্যের উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি করতে হবে।

সোমবার সকালে কিশোরগঞ্জের মিঠামেইনে জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকবিরোধী কর্মকাণ্ড, নৈতিকতার অবক্ষয় বিপথগামিতারোধে যুবদের ভূমিকা বিষয়ক দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন কিশোরগঞ্জ৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক। 

এমপি তৌফিক আরও বলেন, নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন আপনি নিজের পাশাপাশি অন্যেরও ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারেন। তাছাড়া বিদেশে যাওয়ার আগে ভালো করে প্রশিক্ষণ নিলেবেতনভাতা বাড়ার সঙ্গে দেশের সম্মানও বাড়বে বলে উল্লেখ করেন তিনি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এরশাদ মিয়ার সভাপতিত্বে প্রশিক্ষণে আরও বক্তব্য রাখেন মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈঞ্চব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা .. মামুন মজুমদার

যুব সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণ শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের ন্যাশনাল সার্ভিস প্রকল্প (এনএসপি) ও ভ্রাম্যমাণ প্রশিক্ষণের সনদপত্র ও সেলাই প্রশিক্ষণের সম্মানি বিতরণ করেন প্রধান অতিথি।

আপনার মন্তব্য করুন