ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জ–৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, জননেত্রী শেখ হাসিনা প্রতিজ্ঞাবদ্ধ, আগামী নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চাই।
সোমবার (১৩ নভেম্বর) দুপুরে ভৈরব পৌর এলাকার কালীপুর এলাকায় ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশ্যে পাপন বলেন, আপনারা আসুন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আগে যা করেছেন, এখন যে সমস্ত আলামত দেখাচ্ছেন, নির্বাচন হতে দিবেন না। আমি আগেও বলেছি, এখনও বলছি। এই নির্বাচন আমরা অবশ্যই করবো শেখ হাসিনার অধীনে।
তিনি আরও বলেন, ওরা বলে সরকার ফেলে দিবে। ক্ষমতা গেলে আওয়ামী লীগ সরকার নাকি দেশ ছেড়ে পালানোর কোনো জায়গা পাবেনা। আরে কাকে ভয় দেখান। এটা কি যে কোনো দেশের সাধারণ প্রধানমন্ত্রী নন। এটা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। বিদেশি কাউকে পাত্তা দেননা তিনি। তার শক্তি হলো আল্লাহর ওপর বিশ্বাস, আর দেশের সাধারণ মানুষ। আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ নাই। বরং এই নির্বাচন যদি বাধাগ্রস্ত করার জন্য কোনো রকম ষড়যন্ত্র করা হয়, এদেশের মানুষের শান্তি বিঘ্নিত হয়, তাহলে তাদের কাউকে ছাড়া হবেনা। ]
তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার পৃথিবীর কোনো দেশে নেই। একটা দেশ ছাড়া, সেটা হলো পাকিস্তান। এতই যদি তাদের পাকিস্তান প্রিয় হয়, তাহলে পাকিস্তানে গিয়ে নির্বাচন করলেই পারে। যারা এদেশকে এখন পর্যন্ত স্বীকার করেনা, স্বাধীনতাকে বিশ্বাস করেনা, যারা সংবিধান মানেনা, বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, মানেনা। তাদের বাংলাদেশে থাকার কোনো দরকার নেই।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ১১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মুজিবুর রহমান। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলাইমান, পৌর মেয়র ইফতেখার হোসেন বেনু, প্রয়াত রাষ্ট্রতি জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা শাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবুল মনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আব্দুল হক মিয়া প্রমুখ।
সভা সঞ্চালনা করেন ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাব্বি আহমেদ সোহাগ।
বিকালে নাজমুল হাসান পাপন এমপি শহরের কমলপুর আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা করেন।