মিঠামইন (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের মিঠামইনে ‘ঘুর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লীসড়ক অবকাঠামো পুর্নবাসন‘ প্রকল্পের আওতায় ৪ হাজার ৬৩০ মিটার রাস্তা মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলার কাটখাল ইউনিয়নে এ কাজের উদ্বোধন করেন কিশোরগঞ্জ–৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহাম্মদ তৌফিক।
উদ্বোধনকালে রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি বলেন, ২০১৩ সালে এই রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। পরবর্তীতে ঘূর্ণিঝড় ও বন্যার কারণে এ রাস্তাটি কোথাও ভেঙে গেছে, কোথাও পলি পড়ে মাটির নিচে চলে গেছে। এতে কাটখাল ও বৈরাটির হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিছুদিন পূর্বে আমি উপজেলা প্রকৌশলীকে সঙ্গে নিয়ে পরিদর্শন করে এলজিইডিকে সুপারিশ করেছিলাম। এলজিইডি সেটা মেরামতের অনুমোদন দিয়েছে। আজ রাস্তাটি মেরামত কাজের উদ্বোধন করলাম। মেরামত সম্পন্ন হলে শিক্ষার্থীসহ দুটি ইউনিয়নের হাজার হাজার মানুষের ভোগান্তি দূর হবে।
মিঠামইন উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, রাস্তাটি মেরামতের জন্য ৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী এক বছরের মধ্যে মেরামতের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
মিঠামইন উপজেলা প্রকৌশলী ফয়জুর রাজ্জাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইব্রাহীম মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, মিঠামইন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম প্রমুখ।