নিজস্ব প্রতিবেদক: অবরোধ কর্মসূচির প্রতিবাদে কিশোরগঞ্জে শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের সদর উপজেলার বিন্নাটি চৌরাস্তা মোড়ে স্থানীয় আওয়ামী লীগ এ কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।
সমাবেশে সৈয়দ টিটু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন উন্নয়নের মহাসড়কে, তখনই অন্ধকারের শক্তি বিএনপি-জামায়াত অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাচ্ছে। একাত্তরে যেমনভাবে পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকার-আলবদররা এদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তেমনিভাবে আজও তারা উন্নয়নের বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে। কিন্তু বাংলার জনগণ তাদের অবৈধ কর্মসূচিকে প্রত্যাখ্যান করেছে। অশুভ শক্তির বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদেরকে সজাগ থাকা এবং জনগণকে ঐক্যবদ্ধভাবে ধ্বংসাত্মক কর্মকাণ্ড মোকাবিলা করার আহ্বান জানান তিনি।
কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মো. সেলিম, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আনিসুজ্জামান খোকন, কর্শাকড়িয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম ভূইয়া, বৌলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন, বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজহারুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক বজলুর রহমান, বিন্নাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলী, সাবেক ছাত্রলীগ নেতা এ. কে শিবলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়ন প্রমুখ।
সমাবেশ শেষে মিছিল বের করা হয়। এতে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।