নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রীসহ দুই মেয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত তাসলিমা আক্তারের বড় ভাই কবীরুল ইসলাম নয়ন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে আসামি করে বুধবার হোসেনপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় পুলিশ সাতজনকে আটক করলেও জিজ্ঞাসাবাদ শেষে পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য সাতজনকে আটক করা হয়। তবে সংশ্লিষ্টতা না পাওয়ায় পাঁচজনকে তাদের নিজ নিজ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বাকি দুজনকে অধিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্টতা পেলে গ্রেফতার করে বৃহস্পতিবার তাদেরকে আদালতে তোলা হবে। তিনি আরও জানান, এ ঘটনায় অজ্ঞাতনামাদেরকে আসামি করে হত্যা মামলা হয়েছে। ফরেনসিক প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেলে মামলায় এর ধারা সংযোজন করা হবে।
উল্লেখ্য, হোসেনপুর উপজেলার বাসুরচর গ্রামে গত মঙ্গলবার সকালে নিজ ঘরে সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), মেয়ে মোহনা আক্তার (১১) ও শিরিন আক্তার বন্যার (৭) লাশ পাওয়া যায়। তাসলিমার স্বামী মঞ্জিল মিয়া ২০১৭ সাল থেকে সৌদি আরবে রয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় নিহতদের সুরতহাল রিপোর্ট শেষে বৃহত্তর ময়মনসিংহ বিভাগীয় সিআইডির ক্রাইমসিন ইউনিটের ইন্সপেক্টর মুহাম্মদ ইউছুফ সাংবাদিকদের জানিয়েছিলেন, তাদেরকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এদিকে বুধবার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়।