ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্ত সৈনিক’ এর উদ্যোগে কিশোরগঞ্জের ভৈরবে বিনামূল্যে তিন শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভৈরব পৌর এলাকার আমলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বয়সী নারী পুরুষের রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল। পরে প্রধান অতিথি জাকির হোসেন কাজল নিজের রক্তের গ্রুপ পরীক্ষা করান।
এ সময় রক্ত সৈনিক সংগঠনের কর্ণধার মো. নজরুল ইসলাম ও শামসুল হক বাদলসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রায় ২৫ বছর আগে ভৈরবে রক্ত সৈনিক নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি প্রতিষ্ঠা করেন রক্ত সৈনিক মো. নজরুল ইসলাম ও রক্ত সৈনিক মো. শামসুল হক বাদল। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি এ পর্যন্ত প্রায় পাঁচ লাখ মানুষের রক্তের গ্রুপ পরীক্ষা করতে সক্ষম হয়।
রক্তের গ্রুপ নির্ণয় করার পর তাদের মোবাইল নম্বর ও ঠিকানা লিপিবদ্ধ করে রাখা হয়। ভৈরব-ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীদেরকে বিনামুল্যে রক্ত ও প্লাটিনাম দান করে আসছেন তারা।
মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে তাৎক্ষণিক ফেসবুক গ্রুপের মাধ্যমে রক্ত সৈনিকদের অবগত করা হয় এবং যে কোনো সময় তারা ছুটে যান রোগীর অবস্থানে।