পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকু্ন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদে ৯ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এরমধ্যে আনোয়ার সোহেল ৩০৯ ভোট পেয়ে প্রথম, মো. ইসলাম উদ্দিন ২৮৮ ভোট পেয়ে দ্বিতীয়, নুরুল বাশার অপু ২৭১ ভোট পেয়ে তৃতীয়, মো. আলী হোসেন ২২৬ ভোট পেয়ে চতুর্থ এবং সংরক্ষিত নারী সদস্য ফিরোজা খাতুন ৩৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অভিভাবকদের মোট ভোটার সংখ্যা ৮৬৬ জন ।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ শারফুল ইসলাম ।