নিজস্ব প্রতিবেদক: চালককে অচেতন করে অটোরিকশা ছিনতাইকালে তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
মঙ্গলবার (২১ নভেম্বর) কিশোরগঞ্জের তাড়াইল থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, অটোচালক মোকাররম (১৯) তাড়াইল উপজেলার ধলা (সারং বাড়ি) গ্রামের ফাইজুলের ছেলে। গত সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। বেলা ১২টার দিকে তিন ব্যক্তি ৫০০ টাকা ভাড়ায় মোকাররমকে তাড়াইল থেকে কেন্দুয়ার উদ্দেশ্যে নিয়ে যায়। পথিমধ্যে তারা অটোচালককে জুসের সঙ্গে চেতনানাশক মিশিয়ে পান করায়। চালক মোকাররম কেন্দুয়া উপজেলার আদমপুর এলাকার জনৈক শরীফের চায়ের দোকানের সামনে গিয়ে বিষয়টি টের পান। এ সময় তিনি ডাক চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন গিয়ে তিন যাত্রীকে আটক করে। পরে কেন্দুয়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে অটোরিকশাসহ তাদেরকে থানায় নিয়ে যায়।
এদিকে মোকাররমের বড় ভাই নূরে আলম (২৩) বিষয়টি তাড়াইল থানাকে অবহিত করেন এবং ভিকটিমকে অচেতন অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাড়াইল থানা পুলিশ কেন্দুয়া থানা থেকে ভিকটিমের ব্যবহৃত অটোরিকশা ও আটককৃতদের নিয়ে আসে।
আটক তিনজন হলেন কিশোরগঞ্জ সদর উপজেলার সুতুরকান্দা গ্রামের চান্দু মিয়ার ছেলে সোহাগ (২১), বলাকিপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রামিন (২০) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার বিজয়পুর গ্রামের মৃত নিজামুল হকের ছেলে এনামুল হক (২১)।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                