হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডল।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা–তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, হোসেনপুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার সরকার, ইউপি চেয়ারম্যান মো. খুর্শিদ উদ্দিন, মো. ফিরোজ উদ্দিন, আব্দুল কাইয়ুম, উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, মাদ্রাসা সুপার আহাম্মদ আলী, প্রধান শিক্ষক মো. ফরহাদ উদ্দিন বক্তব্য বক্তব্য রাখেন।
তারা আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও যানজট নিরসন এবং বাল্যবিবাহ প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করেন।

 
                                     
                 
                                     
                                     
                                     
                                     
                                 
                                 
                                 
                                