নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের বাজিতপুর থেকে ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এসআই (নি.) মো. মাহমুদুল হাসান মারুফের নেতৃত্বে ডিবির একটি দল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে অভিযানটি চালায়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দলটি বাজিতপুর উপজেলার নিলখী এলাকার বাংলা বাজার থেকে পিরিজপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় ১০০ গ্রাম ইয়াবাসহ দুজনকে গ্রেফতার করে। তারা হলেন বাজিতপুর উপজেলার উত্তর নিলখী এলাকার আব্দুল হক মিয়ার ছেলে রাজিব মিয়া ওরফে রাসেল (২৮) ও একই গ্রামের আক্কাস খানের ছেলে মোজাম্মেল খান (২৮)।
এ ব্যাপারে বাজিতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আপনার মন্তব্য করুন