নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ শহরের ২ নং বড় বাজার পুলিশ ফাঁড়ির একটি দল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে অভিযানটি চালায়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল শহরের চর শোলাকিয়া বাদশা মিয়া সড়কের জনৈক শোলেখা খাতুনের বাসায় অভিযান চালায়। এ সময় বাসার পশ্চিম ভিটির দোচালা টিনের ঘর থেকে মাদকসহ দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতার দুজন হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার সিংগারবিল (পূর্ব পাড়া) গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে ফারুক মিয়া ওরফে কালু (৩৫) ও কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার গাঙ্গাইল পাঠানপাড়া গ্রামের মো. জেনু মিয়ার ছেলে সজিব মিয়া (২৮)। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল ফেনসিডিল, ৭২ বোতল ESkuf এবং সাড়ে ৫ কেজি গাঁজা।
এ ব্যাপারে কিশোরগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।