নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ রাজিব মিয়া (২৭) নামে একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশি (ডিবি)।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের মনিপুরঘাট ব্রিজের ওপর অভিযানটি চালায়।
জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি) মো. মোবারক হোসেনের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল মনিপুরঘাট ব্রিজের ওপর অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ রাজিব মিয়াকে গ্রেফতার করে। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার করমূলী বাজার এলাকার মৃত নূর ইসলামের ছেলে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে
আপনার মন্তব্য করুন