পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: ডলার এ ডে অস্ট্রেলিয়ার অর্থায়নে, আর্স বাংলাদেশ-এর সহায়তায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পাকুন্দিয়ার মির্জাপুর শহীদ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়ে চক্ষু শিবিরের আয়োজন করা হয়। এতে ৫০ জন রোগীর বিনামূল্যে ছানি অপারেশন, ওষধ ও চশমা বিতরণের পাশাপাশি দুই শতাধিক রোগীকে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়।
আর্স বাংলাদেশের নির্বাহী পরিচালক সামসুল আলম, ডলার এ ডে এবং আর্স বাংলাদেশের অনারারি কো-অর্ডিনেটর মাসুম জোবায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন