নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের গচিহাটা রেল স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় ১৫ ঘন্টা পর কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি উদ্ধার করা হয়েছে। উদ্ধারের পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
উদ্ধারকারী ট্রেন রবিবার (২৬ নভেম্বর) সকাল ৭ টার দিকে ট্রেনটির ইঞ্জিনসহ বগি দুটি উদ্ধার করে।
কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে কটিয়াদী উপজেলার গচিহাটা রেল স্টেশনে পৌঁছার আগে লাইনের পয়েন্টে ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পরে আখাউড়া ও ময়মনসিংহ থেকে দুটি উদ্ধারকারী ট্রেন এসে রাত সাড়ে ১০ টার দিকে উদ্ধার অভিযান শুরু করে।
আপনার মন্তব্য করুন