ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের ভৈরব থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় নগদ টাকা, মোবাইল ফোনসেট ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
সোমবার ভোরে ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকায় অভিযানটি চালায়।
র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি নাটালের মোড় এলাকায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার তল্লাশি করে। এ সময় প্রাইভেটকার থেকে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করে। তারা হলেন কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার দেউস গ্রামের রৌশন আলীর ছেলে প্রাইভেটকারের চালক আমান (৫০), একই গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী জাহানারা (৫০) ও একই উপজেলার কল্পবাস গ্রামের আব্দুল মালেকের ছেলে আবু তাহের (৪৫)। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোনসেট, নগদ ৩৫ হাজার টাকা ও একটি প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
র্যাবের স্কোয়াড কমান্ডার মুহা. জাহিদ হাসান গ্রেফতার তিনজনকে মাদক কারবারীচক্রের সদস্য উল্লেখ করে জানান, তারা দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ব্যাপারে ভৈরব থানায় মামলা দিয়ে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।