নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলা যুবদলের সদস্য ও নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজজাদ হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেছেন। সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি (দপ্তরের দায়িত্বে) কামরুজ্জামান দুলাল ১ ডিসেম্বর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
উল্লেখ্য, সাজজাদ হোসেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে কৃষক শ্রমিক জনতা লীগ থেকে প্রার্থী হয়েছেন।
আপনার মন্তব্য করুন