করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের করিমগঞ্জে বঙ্গবন্ধু ক্লাব প্রতিষ্ঠা করা হয়েছে। বুধবার সন্ধ্যার পর ক্লাব উদ্বোধন করা হয়।
করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের বঙ্গবন্ধু চত্বরে (জগৎসাহা বাড়ি মোড়) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাবটি উদ্বোধন করেন করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য এমরান আলী ভূঁইয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও করিমগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাদাৎ মো. সায়েম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাজহারুল ইসলাম, করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন কবির, কাদিরজঙ্গল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, কাদিরজঙ্গল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রদীপ আকুঞ্জি ও বর্তমান সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, জাফরাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মেম্বার, জাফরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শামীম আহমেদ, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ কিশোরগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য প্রবীর চক্রবর্তী, নারী নেত্রী মন্টি চক্রবর্তী, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক উপ বিজ্ঞান বিষয়ক সম্পাদক আলী হোসেন নিশাদ, যুবলীগ নেতা খায়রুল ইসলাম, ছাত্রলীগ নেতা গাজী শেখ, মোজাম্মেল হক অপু, কাদিরজঙ্গল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন প্রমুখ।
বক্তাগণ তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ তুলে ধরা এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য ইকরামূল হক রিয়াদ।