ঢাকাThursday , 7 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত শিশু উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

প্রতিবেদক
-
December 7, 2023 3:16 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইনে শিশু অপহরণ মামলার আসামি রাকিবকে (২১) গ্রেফতার এবং অপহৃত শিশুটিকে উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ময়মনসিংহ কোতয়ালী থানাধীন রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার রাকিব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার চুয়ানো গ্রামের মৃত শফিকুলের ছেলে।

র‌্যাব সূত্র জানায়, মিঠামইন উপজেলার ঢাকী পূর্বহাটি গ্রামের দিদারুল ইসলাম গাজীপুরে চাকরি করার সুবাদে রাকিবের সঙ্গে সখ্যতা গড়ে উঠে। রাকিব নিজের নাম পরিচয় গোপন রেখে দিদারুলকে ধর্মের ভাই বানায়।

গত ১ ডিসেম্বর বেড়ানোর কথা বলে দিদারুলের বাড়িতে আসে রাকিব। গত ৪ ডিসেম্বর দুপুর ১২টার দিকে দিদারুলের সাত বছর বয়সী ছোট ভাই খোকা মিয়াকে মিঠামইন বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। দীর্ঘসময়েও তারা বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন তাদেরকে খোঁজাখুজি করতে থাকে। রাকিবের মোবাইল ফোনে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়। ঐদিন সন্ধ্যা ৬টার দিকে রাকিব তার নিজের নম্বর থেকে ভিকটিমের পরিবারের সদস্যদের মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে। অন্যথায় তাদের ছেলেকে জীবিত অবস্থায় ফেরত পাবেনা বলে হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই দিদারুল মিঠামইন থানায় একটি সাধারণ ডায়রি করেন। তাৎক্ষণিক র‌্যাবকেও বিষয়টি অবগত করা হয়।

র‌্যাবের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. আশরাফুল কবির জানান, অপহরণের ঘটনাটি জানতে পেরে গোয়েন্দা নজরদারিসহ তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান জানার চেষ্টা করা হয়। একপর্যায়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় আসামির অবস্থান নিশ্চিত হওয়া যায়।

গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল র‌্যাব-১ গাজীপুর ক্যাম্পের সহায়তায় গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে ভিকটিম খোকা মিয়াকে উদ্ধার করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে রাকিব আগেই ভিকটিমকে রেখে পালিয়ে যায়। পরদিন দুপুর আড়াইটার দিকে সিপিএসসি ময়মনসিংহ এর সহায়তায় র‌্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি দল ময়মনসিংহের কোতয়ালী থানাধীন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে।

ভিকটিম খোকা ও আসমি রাকিবকে মিঠামইন থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য করুন