করিমগঞ্জ (কিশোরগঞ্জ) সংবাদদাতা: উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মীর আশরাফ উদ্দিন।
বার্ষিক পরীক্ষায় সকল ক্লাশে ১ম থেকে ১০ম স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়। কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফুরকান, মো. শেখ সুমন, মুক্তা আক্তার (১ ও ২), শামছুন নাহার, শিক্ষকগণসহ দুই শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য করুন