পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীকে বদলি করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাকুন্দিয়া পৌরসভার মেয়র নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুজিবুর রহমান ও মেজবাহ উদ্দিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পাকুন্দিয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার শারফুল ইসলাম।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দিকী এনডিসি স্বাক্ষরিত এক আদেশে বদলি করা হয়।
পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীকে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় এবং মো. আজগর হোসেনকে রায়পুরা থেকে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলি করা হয়।