হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কিশোরগঞ্জের হোসেনপুরে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য মণ্ডলের সভাপতিত্বে ও নাজির রাফিউল হক সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুহাম্মদ জিয়াউর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম জহির রায়হান, প্রধান শিক্ষক কাজী আছমা বেগম, বিশ্বজিৎ সরকার, হোসেনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম তারেক নেওয়াজ, শিক্ষার্থী মোনতাহাজ্জামান সারা প্রমুখ।
অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী সাবিকুন্নাহার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী তাহমিনা নার্গিস, সফল জননী ফাতেমা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় হাফসা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় কানিজ ফাতেমা জেসমিন। তাদের প্রত্যেককে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।