নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে গত ২৪ ঘন্টায় পাঁচজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন চারজন।
সোমবার (১১ ডিসেম্বর) সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
তথ্য অনুযায়ী জেলার দুটি হাসপাতালে বর্তমানে ২৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ জন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৩১৪ জন এবং একই সময়ে ছাড়পত্র দেওয়া হয়েছে ২ হাজার ২৯০ জনকে।
জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
আপনার মন্তব্য করুন