ঢাকাMonday , 11 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস ঐতিহ্য
  5. করোনা আপডেট
  6. ক্যাম্পাস
  7. ক্রীড়া জগৎ
  8. জাতীয়
  9. তথ্য প্রযুক্তি
  10. ধর্ম
  11. নারী অধিকার
  12. প্রবাস সংবাদ
  13. বিনোদন
  14. রাজনীতি
  15. সম্পাদকীয়
আজকের সর্বশেষ সবখবর

হোসেনপুর সরকারি কলেজে পিঠা উৎসব

প্রতিবেদক
-
December 11, 2023 4:25 pm
Link Copied!

হোসেনপুর ( কিশোরগঞ্জ) সংবাদদাতা: হেমন্ত ঋতুর বিদায় লগ্নে কিশোরগঞ্জের হোসেনপুর সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। 

সোমবার (১১ ডিসেম্বর)   পিঠা উৎসবের আয়োজন করে হোসেনপুর সরকারি কলেজ কর্তৃপক্ষ১৩টি স্টলে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বাহারি পিঠার পসরা সাজিয়ে বসেনসকালে পিঠা উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ মো. ওয়াহিদুজ্জামান

উৎসবে প্রদর্শিত পিঠার মধ্যে রয়েছে পাটি সাপটাদুধ চিতল, দুধ পুলি, মসলা পিঠা, জামাই পিঠাসুজি মালপু, মাছপুলি, নারকেল পুলি, চিরুনি পিঠা, ভাজা নকশি, ধামা পিঠা, খিরসা পিঠা, রসভরা পিঠা, গোলাপ পুলি, তালের বরা, মাল ডুবা, তাকধুম পিঠা, মোল্লা পিঠা, প্রেমের নাড়ু, হাসিখুশি পিঠা প্রভৃতি। 

কলেজের বিএম শাখার প্রভাষক পার্থপ্রতীম ভট্টাচার্য জানান, শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি সৃজনশীলতা গড়ে তোলার জন্য পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে

শিক্ষার্থী ও শিক্ষকরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে দিনব্যাপী পিঠা উৎসব উপভোগ করেন।

আপনার মন্তব্য করুন