নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মিলনায়তনে একটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ।
ক্যাম্পেইনে জেলায় পাঁচ লক্ষাধিক শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল। ৬ থেকে ১১ মাস বয়সী ৫৮ হাজার ১৮০ শিশুকে খাওয়ানো হবে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৪৪ হাজার ৫২৮ শিশুকে খাওয়ানো হবে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল।
জেলার ১৩টি উপজেলার ১৭টি স্থায়ী টিকাদান কেন্দ্রসহ ২ হাজার ৯১০টি টিকাদান কেন্দ্রে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের প্রথম সারির তত্ত্বাবধায়ক ৩৭৮ জনবল এবং মাঠ পর্যায়ের ১ হাজার ২০৭ কর্মী ছাড়াও ৪ হাজার ৬১৩ স্বেচ্ছাসেবক এ কাজে দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।