নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জ জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন নরসুন্দা মুক্তমঞ্চে সভাটি অনুষ্ঠিত হয়।
জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ফারুকী, এডভোকেট শেখ নূরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মুক্তু, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, শিক্ষক এনামুল হক চৌধুরী আলমাস, সাংবাদিক মোস্তফা কামাল, বিশিষ্ট ব্যবসায়ী তাজ উদ্দিন আহমেদ বকুল, প্রকৌশলী আনিসুর রহমান, সংস্কৃতি কর্মী সামিউল হক মোল্লা, আল আমিন প্রমুখ।
বক্তাগণ নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখার জন্য মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তির প্রতি আহ্বান জানান।
সভা সঞ্চালনা করেন এডভোকেট আবুল কাশেম খান অপু।